বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

মাসে ৫৪০ রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গড়ে মাসে ৫৪০ রোগীর মৃত্যু ঘটছে। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে প্রতিদিন যে-সংখ্যক রোগী মারা যায় তার মধ্যে নবজাতক বেশি। প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স সংকটের কারণে গড় মৃত্যুর হার কমিয়ে আনা যাচ্ছে না বলে মনে করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠিয়েছে, তাতে জানুয়ারি মাসে গড়ে প্রতিদিন ১৮ রোগীর মৃত্যুর কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১২০০ শয্যার অনুমোদন থাকলেও হাসপাতালটিতে প্রকৃত শয্যা ৫৫০টি। দৈনিক রোগী ভর্তির গড় সংখ্যা অন্তত ১ হাজার ৪৫০ জন। ৪৩৪ জন চিকিৎসকের চাহিদার বিপরীতে রয়েছেন ২৩৪ জন। ৭৭৩ জন নার্সের প্রয়োজন হলেও আছেন মাত্র ৩৭৩ জন। ইন্টার্ন চিকিৎসকের সংখ্যা ২৩২ জন। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১ হাজার ১৫০ জন। রামেক হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. নীলাঞ্জন ঘোষ জানান, প্রতিদিন হাসপাতালে যে পরিমাণ রোগী মারা যায়, তার মধ্যে নবজাতক বেশি। প্রয়োজনীয় চিকিৎসক সংকটের কারণে এ হার কমছে না। এনআইসিইউতে ১২টি আর আইসিইউতে আছে মাত্র ১০টি শয্যা। অন্য ওয়ার্ডের শয্যাও পর্যাপ্ত নয়। মেঝেতে গাদাগাদি করে পড়ে থাকে রোগী। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী আর পর্যাপ্ত চিকিৎসক না থাকাও এ হাসপাতালের রোগী মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের এ কে এম নাসির উদ্দিন জানান, এ বছর এখন পর্যন্ত গড়ে দৈনিক ১৮ জনেরও বেশি রোগী মারা যাচ্ছে, যা স্বাভাবিক মৃত্যুহার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর