বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নাশকতা ঠেকাতে সিএনজি স্টেশনে পুলিশ প্রহরা

নাশকতা ঠেকাতে সিএনজি স্টেশনে পুলিশ প্রহরা

চলমান হরতাল ও অবরোধে সিলেট নগরীতে একের পর এক পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ঘটছে নাশকতার ঘটনা। সন্ধ্যা হলেই আতঙ্ক চেপে বসে রিফুয়েলিং স্টেশনগুলোতে। কিন্তু যানবাহনের মালিকদের চাপে রাতে ব্যবসা বন্ধ রাখতে পারছেন না তারা। গত ১৫ দিনে সিলেটের অন্তত সাতটি সিএনজি ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় নাশকতা ঠেকাতে নগরীর ব্যস্ততম এলাকার পেট্রল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে সার্বক্ষণিক পুলিশ প্রহরা বসানো হয়েছে। সিলেটে নাশকতাকারীদের হামলার টার্গেট হয়ে উঠেছে নগরীর পেট্রল পাম্প-সিএনজি স্টেশনগুলো। গতকাল সকালে মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের মালিকানাধীন নগরীর সোবহানীঘাটের পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে চারটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ফিলিং স্টেশনটি। এর আগে নগরীর আরও অন্তত ছয়টি পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে ককটেল ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এ অবস্থায় গত মঙ্গলবার পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনের নিরাপত্তার দাবিতে প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাত থেকে ঝুঁকিপূর্ণ ও ব্যস্ততম এলাকার পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে সার্বক্ষণিক পুলিশ প্রহরা বসানো হয়। পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনগুলোতে পুলিশ প্রহরা বসানোতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রল পাম্প এন্ড সিএনজি ফিলিং স্টেশন ওনার্স গ্রুপ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

 

 

সর্বশেষ খবর