শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
অবরোধের দুই মাস

পুড়েছে অর্ধশত গাড়ি ক্ষতি ৩ কোটি টাকা!

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে গত দুই মাসে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে অর্ধশত গাড়ি। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকার। ভাঙচুর হয়েছে আরও শতাধিক যানবাহন। নাশকতার ঘটনায় সিলেটে নিহত হন দুজন। এ অবস্থা চলতে থাকলে পরিবহন মালিক-শ্রমিকদের পথে বসতে হবে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। সরকার পতনের এক দফা দাবিতে ৬ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন ২০-দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর অবরোধের সঙ্গে যুক্ত হয় হরতালও। এ কর্মসূচি পালনের নামে সারা দেশের মতো সিলেটে চলতে থাকে একের পর এক নাশকতার ঘটনা। পেট্রলবোমার আগুনে পুড়তে থাকে যানবাহন। ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে প্রায় অর্ধশত গাড়ি পুড়েছে হরতাল-অবরোধ সমর্থকদের দেওয়া আগুনে।

এর মধ্যে ৫ জানুয়ারি দুটি অটোরিকশা; ৭ জানুয়ারি একটি করে ট্রাক, বাস ও অটোরিকশা; ৮ জানুয়ারি একটি ট্রাক; ৯ জানুয়ারি একটি বাস; ১০ জানুয়ারি একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর