শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নিরাপদ পানির তীব্র সংকট

নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রাম সিটি করপোরেশন ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড নগরীর প্রাণকেন্দ্র। এর পরও রয়েছে খাবার পানির সংকট, মাদকের অবাধ বিস্তার ও জলাবদ্ধতার সমস্যা। পিছিয়ে আছে যোগাযোগসহ বিভিন্ন খাতেও। পাঁচলাইশ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বলেন, 'প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় প্রত্যাশিত উন্নয়ন করা যায়নি। ফের নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো শেষ করব।' কাউন্সিলর পদপ্রত্যাশী বিএনপি নেতা ইদ্রিস আলী বলেন, 'নির্বাচিত হলে পিছিয়ে পড়া পাঁচলাইশ ওয়ার্ডের সার্বিক উন্নয়নের চেষ্টা থাকবে। খাবার পানি সংকট, জলাবদ্ধতা এবং যোগাযোগ সমস্যা সমাধানে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।'

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচলাইশ ওয়ার্ডের হাজিপাড়া ও নেজামে পাড়ায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ পানি সরবরাহ প্রকল্পের জন্য গভীর নলকূপ স্থাপন করেছে। এজন্য ভূগর্ভের পানির স্তর নিচে নেমে গেছে। এলাকার টিউবওয়েলে পানি উঠছে না। খাবার পানির তীব্র সংকট রয়েছে। পাঁচলাইশের 'দুঃখ' বলা হয় বামুনশাহী ও শীতল ঝরনা খালকে। কাউন্সিলর শফিকুল ইসলাম অভিযোগ করেন, কোটি টাকা খরচ করে ২০০৮ সালে খাল দুটি খনন করা হলেও সুফল পায়নি স্থানীয়রা। খাল দুটির উভয় পাড়ের বেশির ভাগ জায়গায় নেই প্রতিরোধ দেয়াল। জলাবদ্ধতা সংকট নিরসন করতে হলে নতুন খাল খনন করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওয়ার্ডে নেই খেলার মাঠ, ডাস্টবিন ও বিনোদন কেন্দ্র। নেই মাতৃসদনও। কিছু এলাকায় বিদ্যুৎ লাইন থাকলেও তা ঝুঁকিতে। সেখানে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। নিষ্কাশনব্যবস্থা না থাকায় চালিতাতলী, হাজিপাড়া, শহীদনগরসহ প্রায় জায়গার বিল-ঝিলের পানি আটকে থাকে বছরের পর বছর। ফলে এসব বিল-ঝিল পরিণত হয়েছে মশার প্রজনন ক্ষেত্রে। ওয়ার্ডের পূর্ব ও পশ্চিম পাশের কয়েকজন গ্যাস সংযোগ নিয়েছেন। তবে অনেক এলাকা এখনো গ্যাস সুবিধার আওতায় আসেনি। নির্বাচন এলে কাউন্সিলর প্রার্থীরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে গ্যাস সংযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে ভোট নেন। কিন্তু কেউ কথা রাখেন না। ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার সড়ক-উপসড়ক এখনো অবহেলিত।

 

সর্বশেষ খবর