শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

দুর্নীতিবিরোধী সপ্তাহ শুরু

দুর্নীতিবিরোধী সপ্তাহ শুরু

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতি- বাজদের ঘৃণা করি’ স্লোগান সামনে রেখে গতকাল শুরু হয়েছে দুর্নীতিবিরোধী সপ্তাহ-২০১৫। দেশব্যাপী এ কর্মসূচি চলবে ১ এপ্রিল পর্যন্ত। রাজধানীর সেগুনবাগিচায় সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এ সময় তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা দুর্নীতি। দুর্নীতিবাজদের প্রতি মানুষ যেন ঘৃণা প্রকাশ করে সেজন্য জনগণকে সচেতন করতে হবে। দুপুরে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শনী করা হয়।
দুর্নীতিবিরোধী সপ্তাহ পালনের মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা। এ প্রসঙ্গে দুদক কমিশনার (অনুসন্ধান) সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পাঁচ বছর ধরে আমরা ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এ দুর্নীতিবিরোধী সপ্তাহ পালন করে আসছি।’ ২৬ মার্চকে বেছে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ওইদিন আমাদের স্বাধীনতার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’। মুক্তির সংগ্রাম বলতে তিনি মানুষের অর্থনৈতিক মুক্তিকে বুঝিয়েছিলেন। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। আমরা জনগণের সচেতনতা বাড়াতে এবং দুর্নীতিকে ঘৃণা প্রকাশ করতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি।” তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যারা গণমাধ্যমে অনুসন্ধানমূলক প্রতিবেদন করেন তাদের উৎসাহ দিতে প্রতি বছর আমরা পুরস্কারের ব্যবস্থা করি। এ ছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি পালন করা হয়।’

সর্বশেষ খবর