শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

তেল ডিপোতে নাশকতার আশঙ্কা: চট্টগ্রামে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

তেল ডিপোতে নাশকতার আশঙ্কা: চট্টগ্রামে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

চট্টগ্রামে রাষ্ট্রীয় তেল ডিপোগুলোতে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে এক শিবির নেতাসহ ছয় জনকে গ্রেফতার করেছে বন্দর থানার পুলিশ। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ফজলুর রহমান রুবেল (২৫) শিবিরের পতেঙ্গা শাখার সভাপতি। তার সঙ্গে আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তবে অন্য পাঁচ জনের বিস্তারিত নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

ওসি মহিউদ্দিন সেলিম বলেন, গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে গ্রেফতার হন শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. এনামুল কবির ।

“পরে জিজ্ঞাসাবাদে এনামুল জানিয়েছিল চট্টগ্রামের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ডিপোগুলোতে নাশকতার পরিকল্পনার বার্তা নিয়ে সে চট্টগ্রামে আসে। ওই নাশকতার কাজে ফজলুল রহমান রুবেলকেও দায়িত্ব দেওয়া হয়েছিল।”

এ বিষয়ে শনিবার বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি মহিউদ্দিন সেলিম।

বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর