শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

মনজুর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

মনজুর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনেছে নাগরিক কমিটি।

প্রচার প্রচারণা শুরুর আগে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী কার্যালয় উদ্ধোধনের অভিযোগ এনে রিটার্নিং অফিসার আব্দুল বাতেনের কাছে অভিযোগ দাখিল করেন নাগরিক কমিটির কো-চেয়ারম্যান নঈমউদ্দিন।

আজ শনিবার বিকেলে এ অভিযোগ আনা হয়।

অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার মো.আব্দুল বাতেন বলেন, 'মনজুর আলম এখনও মনোনয়ন পত্র দাখিল করেননি। মনোনয়ন পত্র দাখিলের আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুললে আইনগতভাবে কী ব্যবস্থা নেয়া যায় সেটা আমরা খতিয়ে দেখছি।'

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে মনজুর আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি নিয়ে অবহিত নন বলে জানান।

জানা যায়, সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১১ এর বিধি ৪ অনুসারে ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে না মর্মে উল্লেখ আছে।

বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  

সর্বশেষ খবর