শনিবার, ২৮ মার্চ, ২০১৫ ০০:০০ টা

চেকপোস্টে না থামায় পুলিশের গুলিতে আহত ৩

চেকপোস্টে না থামায় পুলিশের গুলিতে আহত ৩

পুলিশের চেকপোস্টে সিগন্যাল দেওয়ার পর না থামায় এবং অস্ত্র প্রদর্শন করায় পুলিশের শটগানের গুলিতে ছাত্রলীগকর্মীসহ তিন যুবক আহত হয়েছেন।

আজ শনিবার রাতে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানার হালিডাঙ্গার আনোয়ার হোসেনের ছেলে পারভেজ (২৬), রাজশাহী কলেজের বিবিএ’র শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী শুভ (২০) ও নর্দান ইউনিভার্সিটির বিবিএ’র শিক্ষার্থী ও নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছির আনোয়ার হোসেনের ছেলে তুষার (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ তিনজন নগরীর কাশিয়াডাঙ্গা দিয়ে মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। ওই এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে পড়লে তারা পুলিশকে অস্ত্র দেখায়। চেকপোস্টে না থামায় পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। এতে মোটরসাইকেল আরোহী পারভেজ, ছাত্রলীগকর্মী শুভ ও তুষার পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হাসপাতালের তিনজন ভর্তি হয়েছে বলে তিনি শুনেছেন।

বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ১৫/ সালাহ উদ্দীন  
 
 
 

সর্বশেষ খবর