রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

শেষ হলো বসুন্ধরা ইনডিপেনডেন্স কাপ গলফ

শেষ হলো বসুন্ধরা ইনডিপেনডেন্স কাপ গলফ

যশোর ক্যান্টনমেন্টের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে গতকাল বসুন্ধরা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান -বাংলাদেশ প্রতিদিন

পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে গতকাল যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শেষ হয়েছে বসুন্ধরা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট। সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান। সন্ধ্যায় তিনি টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের জনসংযোগ উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে গলফের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের ইতিবাচক ভূমিকার কারণেই গলফের দুনিয়ায় বাংলাদেশের নাম উঠে এসেছে। গলফার সৃষ্টি হচ্ছে। বিশেষ অতিথি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ নির্বাহীদের খেলাধুলার প্রতি ভালোবাসা রয়েছে। এ কারণেই বসুন্ধরা গ্রুপ গলফ খেলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

 

সর্বশেষ খবর