রবিবার, ২৯ মার্চ, ২০১৫ ০০:০০ টা

যবিপ্রবিতে ফের সমাবেশ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজনীতিমুক্ত ক্যাম্পাস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজনৈতিক তৎপরতার দায়ে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন যবিপ্রবির গণসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল। তবে এ ব্যাপারে আজ অফিস আদেশ হবে বলে জানান তিনি। কিন্তু সাময়িক বহিষ্কৃতদের নাম তিনি জানাতে পারেননি। হায়াতুজ্জামান মুকুল বলেন, 'বেলা সাড়ে ১১টার দিকে এক-দেড়শ' ছাত্র ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারকে অপসারণ, ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ কয়েক দফা দাবি তুলে ধরা হয়। কোনো ব্যানার ব্যবহার না করলেও মিছিলকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেয়। ফলে মিছিলটি যে ছাত্রলীগের তাতে কোনো সন্দেহ নেই।'

সর্বশেষ খবর