মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সড়কের বাঁকে বাঁকে আবর্জনা

সড়কের বাঁকে বাঁকে আবর্জনা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের আমতলা মোড়ে আড়াআড়ি ভাবে থাকে আবর্জনা ভর্তি দুটি ডাস্টবিন। তেমনি জুবিলী রোডে প্রাইমারি স্কুলের সামনে প্রতিনিয়ত পড়ে থাকে আবর্জনা।

প্রায় এক বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ভোটার ৩০ হাজার। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বিএনপি সর্মথিত বর্তমান কাউন্সিলর এম এ মালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সলিম উল্লাহ ও সাবেক নগর যুবলীগ নেতা সরূপ বিকাশ বড়ুয়ার নাম আলোচিত হচ্ছে। এম এ মালেক বলেন, বর্তমানে গ্যাস সংকটে রয়েছে। রয়েছে পানি, আবর্জনা ও মাদক সমস্যাও। তিনি বলেন, বেশিরভাগ এলাকা মাদকমুক্ত করেছি। প্রায় ৩৬টির উপরে নালা ও রাস্তার উন্নয়ন কাজ শেষ হয়নি। আগামীতে নির্বাচিত হলে মাদকমুক্ত ওয়ার্ড প্রতিষ্ঠাসহ অসমাপ্ত কাজগুলো শেষ করব। সাবেক নগর যুবলীগ নেতা সরূপ বিকাশ বড়ুয়া বলেন, এনায়েত বাজারে আবর্জনা, দুর্গন্ধ ও মাদকসেবীদের অভয়ারণ্য। নির্বাচিত হলে এমন চিত্রে পরিবর্তন আনব। চলমান অসামাজিক কার্যকলাপের পরির্বতন আনতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের বেশিরভাগ স্থানেই পড়ে থাকে আবর্জনা। বেশিরভাগ ফুটপাথ হকার ও টঙ দোকানিদের দখলে। অনেক স্থানে নেই চলাচলের ফুটপাথ। আবর্জনা পড়ে থাকে প্রতিটি সড়কের বাঁকে বাঁকে। তাছাড়া চট্টগ্রামের মেশিনারিজ ব্যবসার প্রাণকেন্দ্র জুবিলী রোডে দিনের বেলায় থাকে যানজট আর রাতে অন্ধকার। সড়কে খুঁটি থাকলেও বাতি নেই। কোথাও বাতি থাকলেও তা নষ্ট।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর