বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সৎ বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সৎ বাবাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

পল্লীবিদ্যুতের প্রকৌশলী আবদুর রহমান হত্যা মামলায় তার সৎ ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান রায়টি দেন।

নাহিদ পারভেজকে (২২) যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় নিহত আবদুর রহমানের স্ত্রী নাসরিন রহমান পারুলকে (৪২) খালাস দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়েছে, আবদুর রহমান তার স্ত্রী নাসরিন রহমান পারুলের সঙ্গে খিলগাঁওয়ের ৭৪৪/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন। ওই বাসায় পারুলের আগের পক্ষের ছেলে-মেয়েরাও থাকতো। ২০১০ সালের ১৪ আগস্ট বাড়িভাড়া নিয়ে পারুলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আবদুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন নাহিদ। হাসপাতালে নেওয়ার পর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মতিন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।
 

 

বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর