বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক ভয়ঙ্কার নান্নুর কথা...

এক ভয়ঙ্কার নান্নুর কথা...

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের ইউরোপে নিয়ে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ইরানে এনে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে নান্নু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নান্নুর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। গত ৩৫ বছর আগে সে ইরান পাড়ি জমায়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম ডিভিশনের বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত শফিউল আলম নামে একজন প্রকৌশলীকে ইউরোপে চাকরি দেওয়ার নামে নান্নু তাকে ইরানে আটকে রাখে। এরপর শফিউলের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে এখবর জানতে পেরে পুলিশ ইন্টারপোলের সহায়তায় নান্নুকে গ্রেফতার করে।

এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে বিদেশে পাচার করে আটকে রেখে নান্নু মিয়া মুক্তিপণ আদায় করেছেন বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

উল্লেখ্য, নান্নু মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের প্রলোভন দেখিয়ে তাদেরকে স্পিডবোটে করে ইরানের বন্দর আব্বাসে নিয়ে আসত। এরপর সেখানে আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর