বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে শিলাবৃষ্টি

রাজধানীতে শিলাবৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে ক’দিন ধরে কালবোশেখী, বজ্রপাত আর শিলাবৃষ্টি হচ্ছিলো। এরই সূত্র ধরে রাজধানীতে বুধবার সন্ধ্যায় শিলাবৃষ্টি দাপট দেখলো নগরবাসী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মতিঝিল, গুলিস্থান, শাহবাগ, বারিধারা, বসুন্ধরা, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি শুরু হয়। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের উত্তাপ থেকে একটু স্বস্তির নিশ্বাস ফেলেছে রাজধানীবাসী।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, এই বৃষ্টি থেমে থেমে চলতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। রাজধানীতে আগামী ২৪ ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার সকাল থেকে থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও রবিবার ২৫ থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরদিন সোমবার বৃষ্টিপাত হতে পারে ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর