বুধবার, ১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবন রক্ষায় যৌথ প্লাটফর্ম গঠনের সুপারিশ

সুন্দরবন রক্ষায় যৌথ প্লাটফর্ম গঠনের সুপারিশ

ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের ধারাবাহিক ইকো সিস্টেম বজায় রাখার জন্য ভারত ও বাংলাদেশ মিলে যৌথ প্লাটফর্ম গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপরিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোহাম্মদ গোলাম রব্বানী, ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মজিবুর রহমান চৌধুরী বৈঠকে অংশ নেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটি কক্সবাজারের চকোরিয়াস্থ ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারী পার্ক ও চট্টগ্রামের রাঙ্গুরিয়ায় অবস্থিত শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কের বিভিন্ন অনিয়মের তদন্তকরণ এবং পার্কগুলোকে আরও আকর্ষণীয় ও উন্নয়নের লক্ষ্যে গঠিত সাব-কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ মালা আগামী কমিটি বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।

বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর