মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

গ্রেফতার এড়াতে বিএনপি নেতারা তাবলিগ জামাতে

গ্রেফতার এড়াতে বিএনপি নেতারা তাবলিগ জামাতে

গ্রেফতার এড়াতে তাবলিগ জামাতে যোগ দিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন রংপুর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এই নেতারা অবরোধ-হরতাল চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি। তাবলিগে অংশ নিয়ে কেউ ৪০ দিনের আবার কেউ এক মাসের চিল্লায় দেশের বিভিন্ন এলাকার মসজিদে দিন কাটাচ্ছেন। ফলে দলীয় কার্যালয় ও মাঠে কোথাও দেখা মিলছে না তাদের। গ্রেফতার করতে গিয়ে পুলিশও ব্যর্থ হচ্ছে। জানতে চাইলে জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল বলেন, পুলিশের অত্যাচারে বাসায় থাকতে পারি না। তাই গ্রেফতার এড়াতে ৪০ দিনের চিল্লায় চলে গেছি। মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম মিজুও চিল্লায় গেছেন বলে জানা গেছেন।

মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক রইচ আহমেদ বলেন, মিথ্যা অভিযোগে পুলিশের দায়ের করা ২১ মামলার আসামি হয়ে ফেরারি দিন কাটাচ্ছি। আদালতও জামিন দিচ্ছেন না। প্রতি রাতে পুলিশ বাড়িতে হানা দেয়। বাধ্য হয়ে তাবলিগে অংশ নেওয়াসহ নানা কৌশল অবলম্বন করে গ্রেফতার এড়ানো হচ্ছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা তাবলিগে অংশ নিয়ে চিল্লায় গেছেন বলে আমাদের কাছে খবর আছে। যে কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতাল চলাকালে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টি মামলা করে পুলিশ।

 

সর্বশেষ খবর