শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
শঙ্কায় বিএনপি

পুলিশের কাছে ২০০ আসামির তালিকা

পুলিশের কাছে ২০০ আসামির তালিকা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপির মধ্যে ততই আশঙ্কা বাড়ছে। জানা গেছে, বিএনপি সমর্থক প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা দুই শতাধিক নেতা-কর্মী বিভিন্ন মামলার পলাতক আসামি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চট্টগ্রামে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখবেন এমন নেতা-কর্মী, কেন্দ্রে প্রার্থীর সম্ভাব্য এজেন্টসহ বিভিন্ন স্তরের প্রায় ২০০ জনের একটি তালিকা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। ফলে এসব নেতা-কর্মী আতঙ্কে আত্দগোপনে চলে গেছেন। এ ছাড়া প্রতিপক্ষ নানাভাবে হয়রানি করছে। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'কেবল ঢাকা নয়, চট্টগ্রামেও নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা বেশ শঙ্কিত। ভোটার সুষ্ঠু ও নিরাপদভাবে কেন্দ্রে যেতে পারবে কিনা- তা নিয়ে শঙ্কায় আছি। এ ব্যাপারে নির্বাচন কমিশনকেও অবহিত করেছি।' বিএনপির দলীয় সূত্রের দাবি, ৮ এপ্রিল নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই উত্তপ্ত হতে শুরু করেছে নির্বাচনী পরিবেশ। প্রতিপক্ষ হামলা, ছুরিকাঘাত, মারধরসহ সন্ত্রাসী মহড়া দিয়ে চলেছে। বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব অ্যাডভোকেট এস ইউ নুরুল ইসলাম বলেন, নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। পরিবেশ ক্রমেই বিঘ্নের দিকে যাচ্ছে। সামনে প্রচারণার আরও দুই দিন আছে। এ সময়ের মধ্যে অনেক অঘটন ঘটতে পারে। সামগ্রিক বিষয় নিয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।

 

সর্বশেষ খবর