শনিবার, ২৫ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অর্ধশত নারী শ্রমিক আহত

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অর্ধশত নারী শ্রমিক আহত

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়াহুড়ি করে নামার সময় একটি ফ্যাক্টরির অর্ধশতাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১২টার দিকে চায়না ও ইংল্যান্ডের যৌথ মালিকানাধীন কাদেনা স্পোটর্স ওয়্যার লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

পাশের তুং হিং ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কাউসার আলম মিয়াজী জানান, কাদেনা স্পোটর্স ওয়্যার লিমিটেডের ৪তলা ভবনটিতে ২৪০০ শ্রমিক কাজ করেন। ভূমিকম্পের সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে হুড়াহুড়ি করে নামার সময় শ্রমিকরা আহত হয়েছেন।

কুমিল্লা ইপিজেডের জিএম আবদুস সোবহান জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে দ্রুত নামতে গিয়ে কাদেনা স্পোটর্স ওয়্যার লিমিটেডের কিছু শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল জানান, ইপিজেড থেকে এ পর্যন্ত ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশ ভয়ে অজ্ঞান হয়ে গেছেন। আশা করা যাচ্ছে তারা বিকালের মধ্যে সেরে উঠবেন। রোগী ও তাদের স্বজনদের ভিড় সামলাতে আমাদের বেগ পেতে হচ্ছে।
 

 

বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর