মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রাম এখন বহিরাগত সন্ত্রাসীদের আখড়া : খসরু

চট্টগ্রাম এখন বহিরাগত সন্ত্রাসীদের আখড়া : খসরু

চট্টগ্রাম নগরী বহিরাগত সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 'এসব সন্ত্রাসী ভোটকেন্দ্র দখলে নিয়ে জাল ভোট ও ত্রাস সৃষ্টি করতে মাঠে নেমেছে।'

নগরীর মেহেদীবাগের বাসভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে আমীর খসরু এ অভিযোগ করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ সময় তার সঙ্গে ছিলেন।

আমীর খসরু বলেন, '২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হলেও বিপুল সংখ্যক সন্ত্রাসী এখনো চট্টগ্রামে অবস্থান করছে। কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসী বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেছে। দফায় দফায় অভিযোগ করার পরও নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি। চট্টগ্রাম শহর সন্ত্রাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি এম এ আজিজ, উত্তর জেলা বিএনপি নেতা আবু আহমেদ হাসনাত প্রমুখ।

 

সর্বশেষ খবর