সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

চাকরি নিয়ে অনিশ্চয়তায় রেলের অস্থায়ী খালাসিরা

চাকরি নিয়ে অনিশ্চয়তায় রেলের অস্থায়ী খালাসিরা

রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের খালাসির অস্থায়ী পদে কর্মরত ১৩০ কর্মচারীর স্থায়ী হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী তিন বছর পর অস্থায়ীদের স্থায়ী করার কথা। কিন্তু এখন পর্যন্ত কোনো দিকনির্দেশনা নেই রেল কর্তৃপক্ষের। এরই মধ্যে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ১৬২ খালাসি (ইলেকট্রিক্যাল) পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আর পূর্বাঞ্চলের ১ হাজার ৪৪১ পদের যোগদান প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে আটজন অস্থায়ী খালাসি আদালতে মামলা করেছেন। পূর্বাঞ্চল রেলের আইন কর্মকর্তা সালাউদ্দিন বলেন, কত দিনের মধ্যে স্থায়ী করার বিধান আছে তা দেখে বলতে হবে। তবে তারা টিএলআর হিসেবে দিনের টাকা দিনেই নিয়ে যাবেন। খালাসি মাঈন উদ্দিন জানান, চাকরি স্থায়ী হবে এ আশায় অস্থায়ী ভিত্তিতে যোগদান করেছিলাম। কিন্তু স্থায়ী না হওয়ায় এখন চাকরি নিয়ে চরম অনিশ্চয়তায় আছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগে খালাসি পদে ১৫০টি অস্থায়ী জনবলের অনুমোদন আছে। এর মধ্যে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী চট্টগ্রামের অধীনে ৬০, ঢাকার ৬০ ও ঢাকার সহকারী বৈদ্যুতিক প্রকৌশলীর অধীনে ৩০ জন। বর্তমানে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, চট্টগ্রামে কর্মরত ৪৮, বৈদ্যুতিক প্রকৌশলী ঢাকার অধীনে কর্মরত খালাসির সংখ্যা ৫০। চট্টগ্রামের সহকারী প্রকৌশলীর (কারখানা) অধীনে কর্মরত ৩০। ২০১১ সালের ৪ ডিসেম্বর তাদের অস্থায়ী ভিত্তিতে ইলেকট্রিক খালাসি পদে নিয়োগ দেওয়া হয়। তাদের দৈনিক মজুরি ১৫০ টাকা। কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে এত দিন তারা চাকরি করে আসছেন। কিন্তু রেলওয়ের পশ্চিম জোনে নতুন করে খালাসি নিয়োগ দেওয়ায় অস্থায়ীদের মনোবল ভেঙে পড়েছে। এ ছাড়াও দীর্ঘ ছয় বছর পর রেলের ১ হাজার ৪৪১টি খালাসি পদের ফল ঘোষণা করেছে নিয়োগ কমিটি। গত মঙ্গলবার রাতেই এ ফলের তালিকা টাঙানো হয় সিআরবির রেলওয়ে হেডকোয়ার্টার বোর্ডে।

 

সর্বশেষ খবর