সোমবার, ৪ মে, ২০১৫ ০০:০০ টা

বুদ্ধপূর্ণিমা উদযাপন

বুদ্ধপূর্ণিমা উদযাপন

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বাসাবো বৌদ্ধ মন্দিরে ভক্তরা প্রার্থনা করেন -জয়ীতা রায়

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্মোৎসব বুদ্ধপূর্ণিমা গতকাল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন বিহারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বুদ্ধপূজা, মহাসংঘদান, মহাঅষ্ট পরিষ্কারদানসহ বিভিন্ন ধর্মীয় কার্যাদি সম্পন্ন করা হয়। এর মধ্যে জগতের সব প্রাণীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এছাড়া দিনটি মহামতী গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও নির্বাণ লাভের স্মৃতিবিজড়িত। সারা বিশ্বের বৌদ্ধ অনুসারী কোটি কোটি ভক্ত বিনম্র শ্রদ্ধা আর ভক্তিতে পালন করেছে দিনটি। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপন করেছে পবিত্র উৎসবটি। দেশের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে আলোকসজ্জা, পবিত্র গ্রন্থ ত্রিপিটক থেকে পাঠ, উপাসনা ভঙ্গ এবং কঠিন চীবর দান, আলোচনা সভাসহ ছিল বিভিন্ন আয়োজন। এদিকে চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচির আয়োজন করে ধর্মাবলম্বী সম্প্রদায় ও সংগঠনগুলো। এছাড়া যথাযথ মর্যাদায় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে সাভার ও ধামরাইয়ে পালিত হয়েছে ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু সড়কে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও প্রার্থনার। কেক কাটার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানের।

 

সর্বশেষ খবর