বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

সরকারি ১০ প্রতিষ্ঠানের কাছে বিদ্যুতের পাওনা ২৫ কোটি

বরিশালে সরকারি ১০টি প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকা ২৫ কোটি টাকা কোনোভাবেই আদায় করতে পারছে না ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। বকেয়া আদায়ের জন্য উকিল নোটিস থেকে শুরু করে সংযোগ বিচ্ছিন্ন পর্যন্ত করেছে বিদ্যুত বিভাগ। বারবার সময় বেঁধে দেওয়ার পরও বকেয়া বিলের ২৫ কোটি টাকা পরিশোধ করছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জনগুরুত্বপূর্ণ এবং সেবামূলক হওয়ায় স্থায়ীভাবে সংযোগ বিচ্ছিন্ন করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আর এ সুযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্যুৎ বিল দিতে গড়িমসির অভিযোগ করেছেন ওজোপাডিকো'র কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর