বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা
চালক আটক

\\\'ডাক্তার\\\' লেখা প্রাইভেট কারে চড়ে ছিনতাই

\\\'ডাক্তার\\\' লেখা প্রাইভেট কারে চড়ে ছিনতাই

সিলেটে ডাক্তার স্টিকার লাগানো প্রাইভেট কার দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সকালে নগরীর শাহজালাল সেতুর ওপর এ ঘটনা ঘটে। এ ছাড়া আম্বরখানা রাজারগলিতে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। তবে পুলিশের দাবি ব্যবসায়ীর অভিযোগ রহস্যজনক। শাহজালাল সেতুতে ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক সুশীল সিংহ (৩০) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তারুয়া বিল গ্রামের মৃত তাবাউ মউর ছেলে। ছিনতাইয়ের শিকার স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল দক্ষিণ সুরমার ভাইস প্রিন্সিপাল রুমানা চৌধুরী এই ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেন- সকাল ৭টা ৪০ মিনিটের সময় তার মেয়ে রুবিয়া মেহজাবিন (১১) ও ভাগ্নে আহমেদ হাসানকে (১০) নিয়ে অটোরিকশাযোগে স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখায় যাচ্ছিলেন। শাহজালাল ব্রিজের ওপর যাওয়ার পর সামনে ডাক্তার লেখা একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো ক ০৩-৮৭৯৪) থেকে চালকসহ পাঁচজন ছিনতাইকারী নেমে তাদের ভয়ভীতি দেখিয়ে নগদ ৪০ হাজার ২০০ টাকা, একটি নোটপ্যাড, ট্যাব ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। হুমায়ুন রশীদ চত্বরে যাওয়ার পর ছিনতাইকারীদের প্রাইভেট কারটি দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে চার ছিনতাইকারী পালিয়ে যায়। তখন জনতা গাড়ি চালককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। এদিকে, বেলা আড়াইটার দিকে নগরীর আম্বরখানা রাজারগলি থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন নগরীর উত্তর বাগবাড়ি সোনারবাংলা ৮৮ নম্বর বাসার সন্দ্বিপ কুমার দে। তবে পুলিশের দাবি ছিনতাইয়ের ঘটনা রহস্যজনক।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর