শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

শিক্ষকরা পরীক্ষার্থীদের সহায়তা করলে কেন্দ্র বাতিল : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরীক্ষার হলে কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোনসহ কোনো ইলেকট্রনিক যন্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার্থীদের সহায়তা করছেন- এমন অভিযোগ পাওয়া গেলে কেন্দ্র বাতিলসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন আইনশৃঙ্খলা মনিটরিং কমিটির সভায় এসব কথা বলেন তিনি। সভায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানসহ যে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ আসবে এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি, শিক্ষককে দায়িত্ব নিতে হবে। তাদের কেন্দ্র, এমপিও ও কমিটি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর