বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

৬০০ কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

খরা কাটিয়ে চাঙ্গা মেজাজে ফিরেছে শেয়ারবাজার। গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার বাড়ায় ৬০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। গত ছয় মাসের মধ্যে যা সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক লেনদেন বেড়েছে।

ডিএসইতে গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকার; যা আগের দিনের চেয়ে ৮৩ কোটি ৫১ লাখ টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮৪ লাখ টাকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর