বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

বাঁচানো গেল না ছোট্ট যুবরাজকে

বাঁচানো গেল না ছোট্ট যুবরাজকে

বাঁচানো গেল না যুবরাজকে। ১০ দিন বয়সী এ ছোট্ট শিশুটি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। জন্ম দেওয়ার পরদিনই তার মা পারভিন বেগম অন্যের হাতে তুলে দিয়েছিলেন তাকে, কারণ ছিল অভাব-অনটন।

যুবরাজকে পুলিশ উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশি ঘটনা হওয়ায় হাসপাতালের সমাজসেবা বিভাগের মাধ্যমে ৭ মে যুবরাজকে পাঠানো হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের অধীনে পরিচালিত আজিমপুরের ছোটমণি নিবাসে। সেখানকার তত্ত্বাবধায়ক সেলিনা আক্তারই নবজাতকের 'যুবরাজ' নামটি দেন। তিন দিন আগে যুবরাজের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবার ভর্তি করা হয়েছিল। ৩ মে পারভিন যুবরাজকে জন্ম দেন। পারভিন জানান, তিনি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন। স্বামী হেলাল বোতল তৈরির কারখানায় কাজ করেন। তাদের আগের দুটি সন্তান আছে। সাত-আট মাস ধরে হেলাল তাদের খোঁজ নেন না। আয় না থাকায় গর্ভকালীন সময়টা খুব কষ্টে কেটেছে। তখনই সিদ্ধান্ত নেন, পেটের শিশুটিকে দত্তক দেবেন। সে অনুযায়ী শিশুটি তিনি গুলজানকে দেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার রাজধানীর পল্টনে জনতা শিশু চোর সন্দেহে গুলজানকে (৫৫) ওই নবজাতকসহ পুলিশের কাছে তুলে দেয়। এরপর বেরিয়ে আসে ভূমিষ্ঠ হওয়ার পরদিন নবজাতকের মায়ের কোলছাড়া হওয়ার কাহিনী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর