শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

কোরআন-হাদিসকে জিহাদি বই বলে অপপ্রচার দুঃখজনক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চলছে। কোরআন-হাদিসকে জিহাদি বই হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর কিতাবকে জিহাদি বই বলে অপপ্রচার খুবই দুঃখজনক। গতকাল এক বিবৃতিতে চরমোনাই পীর আরও বলেন, বর্তমানে মসজিদ, মাদ্রাসা, আলেম-উলামাদের বিরুদ্ধে নাস্তিকবাদী শক্তিগুলো অপপ্রচারে লিপ্ত। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনোকালে কোনো শক্তি টেকেনি। বর্তমানে এবং ভবিষ্যতেও টিকবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর