বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা
ব্লগার হত্যায় উদ্বেগ

বাংলাদেশি সমাজে অসহিষ্ণুতার সুরাহা চায় জাতিসংঘ

লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার এক দিন পর ঢাকায় জাতিসংঘের কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা বাংলাদেশের সমাজে বৃহৎ পরিসরে অসহিষ্ণুতার অংশ। এতে জাতিসংঘ উদ্বিগ্ন। এসব অসহিষ্ণুতার সমাধান হওয়া প্রয়োজন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্সের এ বিবৃতি বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের ওয়েবসাইটে গতকাল প্রকাশিত হয়।

অনন্ত বিজয় দাশ মঙ্গলবার সিলেটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য ওইদিনই ওই হত্যার নিন্দা জানায়। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে ব্লগার হত্যা প্রসঙ্গ ওঠে সাংবাদিকদের পক্ষ থেকে। এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন, বিষয়টি তার জানা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর