বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫ ০০:০০ টা

স্কুলছাত্র হত্যায় যুবকের ১০ বছর কারাদণ্ড

স্কুলছাত্র হত্যায় যুবকের ১০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় স্কুলছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা (১৩) মামলায় আল আমিন নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন।

নারায়ণগঞ্জ কোর্টের এপিপি আবদুর রহিম জানান, আল আমিন নাবালক ছিল বলে কিশোর সংশোধন আইনে এ বিচার শেষ হয়েছে। তবে এখন তিনি সাবালক হওয়ায় তাকে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ কারাগারে। একই মামলায় অপর চার আসামির বিচার কাজ ১ জুন থেকে শুরু হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, নিহত ইমন বন্দরের কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নূরু মিয়ার ছেলে এবং সোনারগাঁয়ের এইচজিজি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। পূর্বশত্রুতার জের ধরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি ১০ লাখ টাকা মুক্তিপণ পেতে ইমনকে অপহরণ করা হয়। টাকা না পেয়ে ওইদিন রাতেই ইমনকে হত্যার পর বন্দর মদনপুর মালিবাগে একটি মুরগীর খামারের গর্তে পুঁতে রাখা হয়। পরে ওই এ ঘটনায় ইমনের মা ফেরদৌসি বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে পাঁচজনকে গ্রেফতার করে। এরপর ৫ ফেব্রুয়ারি তাদের দেওয়া স্বীকারোক্তিতে ইমনের লাশ উদ্ধার করা হয়।

বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর