রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

রহস্যে ঘেরা ৬০ লাখ টাকার টিটি জালিয়াতি

খুলনা অগ্রণী ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় ৬০ লাখ টাকার টেলিগ্রাফিক ট্রান্সপার (টিটি) জালিয়াতির রহস্য তিন দিনেও উদঘাটিত হয়নি। তবে শক্তিশালী প্রতারকচক্র প্রায় দুই মাস ধরে কৌশলে এ অর্থ আত্দসাতের পরিকল্পনা করে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় পুলিশ আশিকুর রহমান সবুজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। জানা যায়, ১৯ মে সকালে অগ্রণী ব্যাংকের কুমিল্লার লাকসাম শাখা থেকে খুলনার স্যার ইকবাল রোড শাখায় সবুজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে (সিডি-৩৩০৩৫০৩৭) ৬০ লাখ টাকার একটি টিটি আসে। মঞ্জু নামের এক ব্যক্তি ৬০ লাখ টাকা লাকসাম শাখায় জমা দিয়েছেন মর্মে এ টিটি পাঠানো হয়। কিন্তু ওই টাকা সবুজ এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে স্থানান্তরের আগেই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

অনুসন্ধানে জানা গেছে, সবুজ এন্টারপ্রাইজ নামের এলপি গ্যাস বিক্রির প্রতিষ্ঠানটির অবস্থান খুলনা নগরীর ১৪ স্যার ইকবাল রোডের অগ্রণী ব্যাংকের একেবারে দেয়ালঘেষা। কিন্তু এখানে কোনো এলপি গ্যাস বিক্রি হয় না। এটি একটি প্রিন্টিং প্রেস। এ প্রেস থেকে অগ্রণী ব্যাংকের কিছু জমা বই ও ভাউচার ছাপা হয়েছে।

সর্বশেষ খবর