শিরোনাম
সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

মাইক্রোবাসে গারো নারীকে ধর্ষণের ঘটনায় হাইকোর্টের রুল

মাইক্রোবাসে গারো নারীকে ধর্ষণের ঘটনায় হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার কুড়িলে চলন্ত মাইক্রোবাসে এক উপজাতি তরুণীকে ধর্ষণের ঘটনায় রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন।

রুলে ধর্ষণের ঘটনায় এজাহার নিতে বিলম্ব কেন ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হবে না, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবহেলার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্যাতিতাকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ২১ মে রাতে অফিস শেষে বাসায় ফিরতে গাড়ির জন্য অপেক্ষাকালে কুড়িল বিশ্বরোড এলাকায় পাঁচ যুবক ওই তরুণীকে একটি মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ওই রাতেই তাকে ধর্ষণকারীরা উত্তরার জসিমউদ্দিনে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মধ্যরাতেই ভাটারা থানায় একটি মামলা করেন নির্যাতিতা এ তরুণী।

বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৫/শরীফ

সর্বশেষ খবর