সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

ডিএসইতে লেনদেন শুরু

ডিএসইতে লেনদেন শুরু

কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ থাকার পর সোমবার বেলা সোয়া ১২টায় শুরু হয়েছে। ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি টাকা। এ পর্যন্ত লেনদেন হাওয়া ১৫০টি কোম্পানির মধ্যে দাম বাড়ে ১১৪টির, কমেছে ২০টির ও অপরিবর্তি ছিল ১৬টির দাম।   

এর আগে লেনদেনযন্ত্রে কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল লেনদেন হয় মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট। এদিন দুপুর দুইটা ২০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত লেনদেন হয়। এতে ডিএসইতে প্রায় ৩৪৩ কোটি টাকার লেনদেন হয়।
 

 

বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৫/ রশিদা
 

সর্বশেষ খবর