মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

বরিশাল জাপায় কোন্দল চরমে

এক বছর আগে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর থেকে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টিতে কোন্দল চরমে উঠেছে। দ্বিধাবিভক্ত নেতা-কর্মীদের মুখ দেখাদেখিও বন্ধ ওই সময় থেকে। দলীয় কর্মসূচি পালিত হচ্ছে পৃথকভাবে। ভাড়া বকেয়ার কারণে এরই মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে দলীয় কার্যালয় থেকেও। সম্মেলনও হয়নি দলীয় কোন্দলের কারণে। এ অবস্থায় রবিবার মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব বশির আহম্মেদ ঝুনুকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বরিশাল জাপার কোন্দল নতুন রূপ নিয়েছে।

জাপার কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার কারণে বশির আহম্মেদ ঝুনুকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি ও সম্মেলন না হওয়া পর্যন্ত আলতাফ হোসেন ভাট্টিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঝুনু গতকাল সকালে নগরীর আলেকান্দার বাসায় সংবাদ সম্মেলনে বলেন, সদস্যসচিবের দায়িত্ব গ্রহণের পর পার্টিকে শক্তিশালী করার জন্য তিনি ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন করার দ্বারপ্রান্তে পৌঁছেছিলেন। কিন্তু সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে সম্মেলন করার চেষ্টা করে দলের কোন্দল জিইয়ে রেখেছেন। এ অবস্থায় দলকে শক্তিশালী করার জন্য তিনি সদস্যসচিবের পদ থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রে চিঠি দিয়েছেন। জাপার নির্ভরযোগ্য সূত্র জানায়, ঝুনু শনিবার রাতে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সম্মেলন প্রস্তুতি কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল ও মহানগরের সাবেক সভাপতি মীর জসিমউদ্দিনসহ তাদের অনুসারী অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে বৈঠক করেন।

 

সর্বশেষ খবর