বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

সড়কের গাছ কেটে সাবাড় করল রাসিক

সূর্য ওঠার আগেই স মিলে বিক্রি

রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করছে খোদ রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মহানগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে রাজশাহী কলেজ পর্যন্ত রাস্তার পাশের অর্ধশত গাছ কেটে বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। অবশ্য এ ব্যাপারে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, এক দশক আগের মেহগনি, কড়াই, কৃষ্ণচূড়া গাছগুলো লাগানো হয়। সড়কের পাশের এ গাছগুলো সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করত। সূর্য ওঠার আগেই করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ গাছগুলো কেটে নিয়ে গেছে। সিঅ্যান্ডবি মোড়ের রফিকুল ইসলাম জানান, ভোরে হাঁটতে বের হয়ে দেখেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা গাছ কাটছেন। ১০-১২ বছর বয়সী গাছগুলো গোড়া থেকে কেটে ট্রাকে তোলা হচ্ছে। তিনি জানতে চেয়েছিলেন গাছ কাটার কারণ। তারা তাকে সিটি করপোরেশনে গিয়ে জানতে বলেন।

স্থানীয় আরিফুল ইসলাম রাজু জানান, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেননি। কাটা গাছগুলো সরাসরি নিয়ে স মিলে বিক্রি করে দেওয়া হয়। গতকালের কাটা গাছগুলো নগরীর শালবাগানের একটি স মিলে বিক্রি করে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর