শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

মানব পাচারে বঙ্গোপসাগর উপকূলে নতুন নতুন রুট

মানব পাচারে বঙ্গোপসাগর উপকূলে নতুন নতুন রুট

কক্সবাজার ও চট্টগ্রামের চিহ্নিত রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বৃদ্ধি করায় মানব পাচারকারীরা রুট পরিবর্তন করে উপকূলীয় এলাকার নতুন কয়েকটি স্থানকে বেছে নিয়েছে। বুধবার নতুন একটি রুটের সন্ধানও পেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানব পাচারের জন্য একসময় কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকটি রুটকে ব্যবহার করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ওই সব রুটে নজরদারি বৃদ্ধি করায় পাচারকারীরা নতুন নতুন রুট ব্যবহার করছে। তারা এখন চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, কুতুবদিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, বরগুনা, বাগেরহাট, ভোলাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূলীয় এলাকা ব্যবহার করছে। এ ব্যাপারে সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সমুদ্রপথে চট্টগ্রাম থেকে বাগেরহাট হয়ে ভারতের ব্যাঙ্গালুরু মানব পাচারের নতুন একটি রুটের সন্ধান এরই মধ্যে মিলেছে। ব্যাঙ্গালুরু থেকে লোকজনকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার করা হয়। চট্টগ্রাম থেকে বাগেরহাট হয়ে ভারতে মানব পাচারের বিষয়টি পুলিশের কাছে একেবারেই নতুন। এদিকে উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দালাল চক্রের সদস্যরা বিভিন্ন জেলা থেকে লোকজনকে প্রথমে চট্টগ্রাম নিয়ে আসে। সুযোগ বুঝে তাদের মাছ ধরার ছোট নৌকায় তুলে দেওয়া হয়। এরপর তাদের বাগেরহাট থেকে সাগরপথে অবৈধভাবে ভারতের ব্যাঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। এভাবে ভারতে যাওয়ার জন্য পাচারকারীরা জনপ্রতি ৫০ হাজার টাকা করে আদায় করছে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, মানব পাচারের চিহ্নিত রুটগুলোয় নজরদারি বৃদ্ধি করায় নতুন রুটে মানব পাচার হতে পারে।

সর্বশেষ খবর