রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

যে শিক্ষা মনের দুয়ার খুলে দেয় সেই শিক্ষা আজ হুমকির মুখে : কৈলাস

যে শিক্ষা মনের দুয়ার খুলে দেয় সেই শিক্ষা আজ হুমকির মুখে : কৈলাস

শান্তিতে নোবেলজয়ী ভারতীয় মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থী বলেছেন, শিক্ষা মানুষের মনের দুয়ার খুলে দেয়। গুণগত শিক্ষার মাধ্যমে মানুষ ও অর্থনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্রের উন্নয়ন ঘটতে পারে। তবে যে শিক্ষা মনের দুয়ার খুলে দেয় সেই শিক্ষা আজ হুমকির মুখে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক পাবলিক লেকচারে তিনি এ কথা বলেন। কৈলাস সত্যার্থী আরও বলেন, জঙ্গিবাদ ও ধর্মীয় গোঁড়ামির কারণে বিশ্বের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে। শিশুরা বোমা ও অস্ত্রের হুমকির মুখে। টেকসই উন্নয়নে শিক্ষাকে ‘চাবিকাঠি’ উল্লেখ করে কৈলাস সত্যার্থী বলেন, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর বর্তমানে টেকসই উন্নয়নের কথা বলা হচ্ছে। টেকসই উন্নয়নের জন্য সবার আগে দারিদ্র্য দূর করতে হবে। আর তা করতে হবে শিক্ষার মাধ্যমে। ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ শীর্ষক এই পাবলিক লেকচারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ। এ সময় অন্যদের মধ্যে কৈলাস সত্যার্থীর সহধর্মিণী সুমেধা সত্যার্থী, সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর