শিরোনাম
মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

আদালতে ক্ষমা চাইলেন ওসি

আদালতে ক্ষমা চাইলেন ওসি

আদালতে ক্ষমা চেয়েছেন বন্দর থানার ওসি মহিউদ্দিন সেলিম। তেলের নামে কোকেন আমদানির ঘটনায় মামলা না নিয়ে ৫৪ ধারায় আসামিকে ‍চালান দেয়ায় আদালতের হাজির হয়ে এ ক্ষমা চান। আদালত ওসি’র জবাবে সন্তুষ্ট হয়ে তার নি:শর্ত ক্ষমা মঞ্জুর করেছেন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে হাজির হন বন্দর থানার ওসি।

আমলযোগ্য অপরাধ সম্পর্কে প্রাথমিক তথ্য পাবার পরও সোহেলকে ৫৪ ধারায় চালান দেয়ায় গত ২৪ জুন মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিমকে শোকজ করেন। তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেয়ারও নির্দেশ দেন।

আজ মঙ্গলবার ওসি আদালতে হাজির হয়ে লিখিত জবাব দেন এবং বিচারক সন্তুষ্ট হয়ে তাকে অব্যাহতি দেন বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান।

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৫/ সালাহ উদ্দীন  


 

সর্বশেষ খবর