মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামের দুই নেতাকে যুবলীগ থেকে বহিস্কার

চট্টগ্রামের দুই নেতাকে যুবলীগ থেকে বহিস্কার

সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মাহমুদ ও সদস্য মোহাম্মদ আলীকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে এ বহিস্কার আদেশ দেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি ওমর  ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

বিষয়টি নিশ্চিত করে যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু জানান, ‘সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মাহমুদ ও সদস্য মোহাম্মদ আলীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে চট্টগ্রাম নগীর টাইগারপাস এলাকায় সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় বাধা দেয় ফরিদ মাহমুদ ও মোহাম্মদ আলী। এসময় মোহাম্মদ আলী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার চেষ্টা করনে। পরে মোহাম্মদ আলীর সাথে বিতন্ডায় জড়িয়ে কোমর থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দেন ফরিদ মাহমুদ। মূলত এর জের ধরেই তাদের দু’জনকে বহিস্কার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৫/ সালাহ উদ্দীন  
 
 


 

সর্বশেষ খবর