বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

যেন চাকরির খামার!

যেন চাকরির খামার!

স্বাধীনতার পর প্রতিষ্ঠিত দেশের প্রথম পাবলিক ক্যাম্পাস ইসলামী বিশ্ববিদ্যালয় যেন 'চাকরির খামারে' পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে চাকরি না পেলেই ক্যাম্পাস অচল করে দেয়। পরিবহননির্ভর ক্যাম্পাস হওয়ায় বন্ধ করে দেয় শহর থেকে ক্যাম্পাসগামী গাড়ির চলাচল। তালাবদ্ধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন। ভাঙচুর চালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসে। অনেকেই মনে করেন, চাকরি চাওয়া ছাত্রলীগের কাছে 'মামার বাড়ির আবদার'। শুধু চাকরির আবদারকে কেন্দ্র করেই বিগত ছয় বছরে অন্তত এক বছর ছাত্রলীগই ক্যাম্পাস অচল করে রেখেছিল। ছাত্রলীগের চাকরিপ্রার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তাই চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে না প্রশাসন। এর আগে সাবেক প্রক্টর মাহবুবুর রহমানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাত্রলীগের এ চাকরিপ্রত্যাশী সন্ত্রাসীদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়। তাদের কয়েকজন ক্যাম্পাসে ঢুকবে না বলে- শৈলকুপায় থানায় মুচলেকাও দেয়। কিন্তু এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ২২ জুন থেকে চাকরির দাবিতে টানা তিন দিন ক্যাম্পাস অচল করে রাখে তারা। তবে গত শুক্রবার চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ও পরদিন শনিবার ছাত্রলীগের কমিটির সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সমঝোতা মিটিং হলে চাকরিপ্রত্যাশীরা ক্যাম্পাস সচলের প্রতিশ্রুতি দেয়।

নির্ভরযোগ্য সূত্র মতে, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বছর না পেরোতেই ছাত্রলীগ নেতারা চাকরি নিয়ে প্রশাসনের সঙ্গে দেনদরবার শুরু করে। পরবর্তীতে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন দুই দফায় কর্মকর্তা-কর্মচারী পদে প্রায় দুই শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীকে চাকরি দেন। ২০১২ সালের ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২১৭তম সিন্ডিকেটে ১১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে অচলাবস্থা শুরু হয়। ছাত্রলীগের চাকরিপ্রত্যাশী ও বহিরাগতদের চাকরির কোটা পূরণ না হওয়ায় আন্দোলনে টানা ছয় মাস অচল থাকে ক্যাম্পাস। এসময় চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতা-কর্মীরা দুই দফায় শিক্ষকদের ওপর হামলা চালালে অর্ধ-শতাধিক শিক্ষক আহত হন। পরে শিক্ষক-শিক্ষার্থীর আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেন।

 

সর্বশেষ খবর