বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভোটার হালনাগাদ শুরু ২৫ জুলাই

আগামী ২৫ জুলাই থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবারে দুই ধাপে হালনাগাদের কাজ করা হবে। প্রথম ধাপ ২৫ জুলাই এবং দ্বিতীয় ধাপ শুরু হবে ২২ অক্টোবর থেকে। এদিকে ১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন করা হবে। ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ খবর