বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

অবশেষে তেলবাহী ওয়াগন উদ্ধার

অবশেষে ১১ দিন পর উদ্ধার হলো রেলের তেলবাহী সেই ওয়াগনগুলো। সোমবার গভীর রাত পর্যন্ত রেলের সহযোগিতায় বেসরকারি সংস্থার উদ্যোগে ৫ দিনের টার্গেট নিয়ে এ মিশন শুরু করেন সংস্থার দায়িত্বশীলরা। এতে তুলনামূলকভাবে ইঞ্জিনের ওজন বেশি হওয়ায় ইঞ্জিনটি তুলতে দুটি কম ওজনের ক্রেন এনে কাল বৃহস্পতিবার উদ্ধার করা সম্ভব হবে বলে জানান পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোজাম্মেল হক। এদিকে ভেঙে যাওয়া ব্রিজ মেরামত, তেল না ছড়াতে ওয়াগনের মুখ বন্ধ করা, পরিবেশ ও পানি দূষণ রক্ষায় রেল, বন্দর ও পরিবেশ অধিদফতর যৌথভাবে কাজ করছেন বলেও জানান তিনি। গতকালও পরিপূর্ণভাবে কাজ শেষ করতে বেসরকারি সংস্থা মেসার্স মাঈনুদ্দিন সালভেজসহ রেল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়েছে। ব্রিজ দিয়ে চলাচলসহ আগামী কয়েকদিনের মধ্যেই উদ্ধার প্রক্রিয়া শেষ হবে বলে নিশ্চিত করেছেন রেলওয়ের উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আকতার।

তিনি বলেন, এরই মধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন রেলের সচিব, ডিজি, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ ঊধর্্বতনরা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) হারুনুর রশীদ বলেন, ওয়াগনগুলো উদ্ধার করে একটি ওয়াগন ইতিমধ্যে 'অন রেল' করা হয়েছে। ওজনে বেশি থাকায় ইঞ্জিনটি এখনো উদ্ধার করা যায়নি।

সর্বশেষ খবর