বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'স্বৈর শাসকরা রাজনীতি করার ক্ষেত্রটাকে কলুষিত করেছে\\\'

\\\'স্বৈর শাসকরা রাজনীতি করার ক্ষেত্রটাকে কলুষিত করেছে\\\'

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে সামরিক স্বৈর শাসকরা রাজনীতিকদের জন্য রাজনীতি করার ক্ষেত্রটাকে কলুষিত করেছে। তাই রাজনীতিতে সুবিধাভোগী একটি গোষ্ঠীর উত্থান ঘটেছে। এই সুবিধাভোগীরা বসন্তের কোকিল, দলের দু:সময়ে এরা থাকেন না এবং প্রাসাদ চক্রান্তের ক্রীড়নক হয়ে পড়েন। এদের চরিত্রই হচ্ছে আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার কাছাকাছি থাকা।’

আজ বুধবার বিকেলে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জহুর আহমদ চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জনগণের স্বার্থে ও কল্যাণে রাজনীতিকদের অবশ্যই ঝুঁকি নিতে হবে। কোন প্রলোভনে অশুভ কোন শক্তির সাথে আপোষ করা যাবে না। জহুর-আজিজের মত রাজনীতিকরা ঝুঁকি নিয়ে রাজনীতি করেছিলেন বলেই বঙ্গবন্ধু বাঙালিকে বাংলাদেশ উপহার দিতে পেরেছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। আমাদেরকেও একইভাবে ঝুঁকি নিয়ে বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, ‘মরহুম জহুর আহমদ চৌধুরী গণমুখী রাজনীতির আদর্শিক মডেল। একজন শীর্ষ রাজনীতিক ও প্রভাবশালী মন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর জীবনাচরণ ছিল নিরাভরণ ও অতি সাধারণ। অর্থ-বিত্তের প্রতি নির্মোহ এই মানুষটি আমৃত্যু মাটি ও মানুষের প্রতি একাকার হয়ে মিলে-মিশে ছিলেন।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, জহুর আহমদ চৌধুরীর সন্তান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ১৪ দলের শরীক দল জাসদের নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ০১ জুলাই ১৫/ সালাহ উদ্দীন 

 

সর্বশেষ খবর