শিরোনাম
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রূপসায় রেল সেতু নির্মাণসহ ১১ দরপ্রস্তাব অনুমোদন

খুলনার রূপসা নদীর ওপর রেল সেতু নির্মাণ ও পাঁচটি নতুন গ্যাস কূপ খননের চুক্তিসহ মোট ১১টি দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান রাশিয়া ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বিভি'র মাধ্যমে এ কূপগুলো খনন করা হবে। এ জন্য ব্যয় হবে ৭৫০ কোটি ৫৮ লাখ টাকা (৯ কোটি ৬২ লাখ ২৯ হাজার ডলার), যা অনুমোদনের প্রস্তাব করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আর খুলনার রূপসা নদীর ওপর রেল সেতু নির্মাণে ব্যয় হবে ১ হাজার ২৩৮ কোটি টাকা।

সর্বশেষ খবর