রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সিলেটে ছাত্রলীগের সম্মেলনে ঘোষণা হয়নি নতুন কমিটি

সিলেটে ছাত্রলীগের সম্মেলনে ঘোষণা হয়নি নতুন কমিটি

সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলনে কমিটি ঘোষণা না করেই ঢাকায় ফিরেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। তবে তিনি শতাধিক নেতার বায়োডাটা নিয়ে গেছেন। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মেলনে নতুন কমিটি ঘোষণার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। এ ছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা কেন্দ্রীয় সভাপতির হাতে তুলে দিয়েছেন। সিলেট ছাড়ার আগে ছাত্রলীগ সভাপতি পদপ্রত্যাশী নেতাদের বায়োডাটা দেখে ঢাকা থেকে কমিটি ঘোষণার আশ্বাস দিয়ে গেছেন। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরুল হাসানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী। সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবচেয়ে বেশি পরিশ্রম করছে ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, সিলেট ছাত্রলীগ হবে কলেজ ভিত্তিক সংগঠন। নতুন কমিটিতে স্থান পাবেন মেধাবী, ত্যাগী ও পরিশ্রমীরা। নিয়মিত ছাত্রদের হাতেই তুলে দেওয়া হবে সংগঠনের দায়িত্ব।

 

সর্বশেষ খবর