সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

২০৪১ সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশের লক্ষ্য চূড়ান্ত : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আমাদের এখন লক্ষ্য হলো বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া।' তিনি বলেন, 'আমরা মধ্য আয়ের দেশের প্রথম বাধা পার হয়েছি ১ জুলাই।' বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০১২-১৩ সালের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, 'অর্থনৈতিকভাবে আমরা এ অঞ্চলে এগিয়ে আছি। যদি সঠিক তথ্য না থাকে তাহলে কোনো দেশ পরিকল্পনা গ্রহণ করতে পারবে না। এ তথ্যগুলো ল্যান্ডমার্ক হিসেবে ব্যবহার করা যাবে।'

সর্বশেষ খবর