শিরোনাম
সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পাওনা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পাওনা টাকা টাকা ফেরতের দাবিতে ব্যাংক গ্রাহকরা বিক্ষোভ করেছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের সামনেই।

আজ সোমবার সকাল ১০টার দিকে সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। পরে ব্যাংক কর্তৃপক্ষ আগামী ২৩ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র খাতুনগঞ্জ শাখার ৪২ জন গ্রাহকের উধাও হয়ে যাওয়া প্রায় ৭ কোটি টাকা এখনো ফেরত পায়নি।

বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন ইকহাক চৌধুরী আলিম, আব্দুর রহমান, মুহাম্মদ মুছা, ইউসুফ, হেলাল উদ্দিন, মো. সিরাজ, মো. আলম, মো. মঈনুদ্দীন, সেবক রায়, নুরুল ইসলাম, মো. হারুন, মো. ইব্রাহিম, মো. সোলাইমান, মো. ইউসুফ, মো. সোহেলসহ অন্যান্যরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাংক কর্মকর্তার আত্মসাৎকৃত টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দিবে বলে ব্যাংক গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘ ৩ মাস পরও টাকা ফেরত দেয়নি। অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরত না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই ১৫/ সালাহ উদ্দীন  

সর্বশেষ খবর