মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

\\\'মিথ্যাচারকে শিল্প বানিয়েছেন খালেদা\\\'

\\\'মিথ্যাচারকে শিল্প বানিয়েছেন খালেদা\\\'

হাসানুল হক ইনু

সম্প্রতি পুলিশের বিরুদ্ধে 'আগুন সন্ত্রাসের' অভিযোগ আনায় খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, 'রোজার দিনে ইফতারের আগেও তিনি (খালেদা জিয়া) মিথ্যাচার করেন। তার হাতে মিথ্যাচার ছাড়া আর কোনো রাজনৈতিক কৌশল বা হাতিয়ার নেই। তিনি মিথ্যাচারকে শিল্প বানিয়েছেন।'

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এসব মন্তব্য করেন ইনু।

'গত ৫ জানুয়ারি পরবর্তী দেশব্যাপী নাশকতায় পুলিশের ভূমিকা ছিল'- সম্প্রতি এক ইফতার মাহফিলে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। আর সে কারণেই সরকার বিরোধী আন্দোলন থেমে গেছে বলে দাবি করেন খালেদা জিয়া।

অন্যদিকে গণমাধ্যমকে 'কল্পণার যন্ত্র' আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী ইনু। আগাম বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে রসাল গল্প বলে মন্তব্য করেন তিনি। 

হাসানুল হক ইনু বলেন, 'আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। ২০১৯ সালে নির্বাচন হবে। বর্তমানে নির্বাচন কোনো আলোচ্যসূচি নয়।'

তথ্যমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া আদালতের বারান্দা থেকে বেরিয়ে আসতে না পারলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।'

বিডি-প্রতিদিন/০৭ জুলাই ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর