বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

১০০ ছিনতাইকারীর তালিকা নিয়ে অভিযানে পুলিশ

ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কয়েকজন

রমজান ও ঈদে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একশত চিহ্নিত ছিনতাইকারীর তালিকা নিয়ে অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ। প্রতিদিনই ছিনতাইকারীদের বাসা-বাড়ি ও সম্ভাব্য আশ্রয়স্থলে চালানো হচ্ছে অভিযান। ইতিমধ্যে কয়েকজন ছিনতাইকারী গ্রেফতারও হয়েছেন। পুলিশের সাঁড়াশি অভিযানে আত্মগোপনে চলে গেছে বেশিরভাগ ছিনতাইকারী। ফলে নগরীতে কমে এসেছে ছিনতাই। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়- রমজানে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের চিহ্নিত ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করা হয়। গত ৫ বছরে যারা বিভিন্ন স্থানে ছিনতাই করতে গিয়ে আটক হয়েছে তাদের রাখা হয় তালিকার শীর্ষে। এরকম শতাধিক ছিনতাইকারীর নামের তালিকা নিয়ে রমজানের শুরু থেকেই অভিযানে নামে পুলিশ। বাসা-বাড়িতে অভিযানের পাশাপাশি ছিনতাইকারীদের ধরতে পুলিশ নানা ফাঁদও তৈরি করছে। পুলিশের এমন কৌশলে ইতিমধ্যে ধরা পড়েছে কয়েকজন ছিনতাইকারী। ছিনতাইরোধে নগরীতে রাতের বেলা টহল বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পয়েন্টে তল্লাশি জোরদার করা হয়েছে। পুলিশের তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাগবাড়ির বাঘ সুমন, ছিকনা কামাল, মধুশহীদের পিচ্ছি রাহেল, কুচাইর রুহেল, মীরাবাজারের সাজু, এ কে পাপলু, রায়নগরের সুহেল, গোলাপগঞ্জের বাঘার পিংলা বেলাল, দক্ষিণ সুরমার মির্জা আতিক, মির্জা জনি, ভার্থখলার ফয়সাল, শেখঘাটের শিপলু, ইলেকট্রিক সাপ্লাইয়ের সাগর, নাজিরবাজারের ফরহাদ, মদিনা মার্কেটের তারেক, গোয়াবাড়ির হারিছ, নিয়াজ আলী, মাছিমপুরের ফারুক, সেনপাড়ার আখতার, ঘাইপাড়া বেতেরবাজারের কালা মনির, সুমন ওরফে বি ক্লাস সুমন, সিটি মার্কেটের রাজীব, শাহপরানের দুলাল, ঝালোপাড়ার নাসির, বারোখলার সুহেল, উপশহরের কাউয়া সুমন, মতিন, মোগলাবাজারের শফি আহমদ খান, বালুচরের হালিম ওরফে মেম্বার হালিম, মেজরটিলার শাহেদ, কানন, আজিব, শিবগঞ্জের কানা সিরাজ, সুবিদবাজারের আসলাম, চণ্ডীপুলের সাইফুল, কাজিটুলার কামাল, শাহী ঈদগাহর পান সুহেল, মহসিন দেওয়ান, শিপন, লম্বা হাসান, রনি, রফিক, জুনেদ, হেলিম, রাসেল, আনোয়ার ও জাহাঙ্গীর। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান- রমজানে নগরবাসীকে স্বস্তিতে রাখার অঙ্গীকার করেছিল পুলিশ। এই অঙ্গীকার রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। ছিনতাইকারীদের তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। অভিযানের কারণে বেশিরভাগ ছিনতাইকারী গাঢাকা দিয়েছে। ঈদের আগে যাতে তারা ছিনতাইয়ে তৎপর হতে না পারে সেজন্য পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে।

সর্বশেষ খবর