বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ঈদ বাজার

ফ্লোর টাচে মেতেছে তরুণীরা

ফ্লোর টাচে মেতেছে তরুণীরা

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবার জমে উঠেছে খুলনার ঈদ বাজার। বাহারি ফ্যাশন ও ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে নগরীর বিপণিবিতানগুলো। তবে খুলনার তরুণীরা এবার মেতেছে 'কিরণমালা' ও 'ফ্লোর টাচ' নামের পোশাক নিয়ে। পোশাকে আনারকলি কাট থাকলেও তা মাটি পর্যন্ত স্পর্শ করায় বিক্রেতারা এর নাম দিয়েছেন 'ফ্লোর টাচ'। অন্যদিকে ভারতীয় সিরিয়ালের একটি চরিত্রের নামকরণে দেওয়া 'কিরণমালা' পোশাকটির প্রতিও ক্রেতাদের আগ্রহ বেশি। প্রতিবারের মতো এবারও লং কামিজের জনপ্রিয়তা আকাশচুম্বী। খুলনার ঈদ বাজার ঘুরে দেখা যায়, মেয়েদের জন্য তৈরি পোশাক বিক্রির দোকানগুলোতে ভিড় লেগেই থাকছে। পুতুলের গায়ে পরানো জাঁকজমকপূর্ণ পোশাকগুলো ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। মোটা লেইস থাকা সালোয়ার-কামিজ বেশি পছন্দ তরুণীদের। সঙ্গে থাকা ছাই স্টোন অথবা পুঁতির ভারী কাজ। কিছু পোশাকের ওড়নায়ও কাজ থাকছে। বেশির ভাগ ক্ষেত্রে পোশাকের ভিতরে লিনেন ও উপরে শিফন বা জর্জেটের নকশা করা লম্বা কুর্তা থাকছে। ক্ষেত্রবিশেষে এ পোশাকগুলোর দাম আড়াই হাজার থেকে ১২ হাজার টাকা। থ্রি-পিসের মধ্যে এবার কদর বেড়েছে দেশীয় কাতান, বুটিকস, সিল্ক এন্ডির। সুতি, নেট, জর্জেট, কাতান, লিনেন, শিফন ও ডিজিটাল প্রিন্টের থ্রি-পিস ১ হাজার ৭০০টাকা।

 

সর্বশেষ খবর