বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

গেটে তালা ঝুলিয়ে রেখে টেন্ডারে অংশ নিতে বাধা

কাজ পাইয়ে দিতে ছাত্রলীগের তাণ্ডব

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের বাধায় প্রায় কোটি টাকার কাজের দরপত্রে অংশ নিতে পারেননি সাধারণ ঠিকাদাররা। গতকাল দরপত্র জমা দেওয়ার শেষদিনে একদল ছাত্রলীগ কর্মী পলিটেকনিক কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তারা সামনে অবস্থান নেয়। কলেজ অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরুল ইসলাম তালা খুলে দেওয়ার চেষ্টা করলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। পলিটেকনিক কলেজ সূত্র জানায়, ৫০টি কম্পিউটার, ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সেটিংসহ বিভিন্ন সরঞ্জামাদি কেনার জন্য গত ১০ জুন ৯০ লাখ টাকার দরপত্র আহ্বান করে কলেজ কর্তৃপক্ষ। গতকাল দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। কিন্তু পছন্দের এক ঠিকাদারকে কাজটি পাইয়ে দিতে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম শুভসহ তাদের অনুসারীরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় যাতে সাধারণ ঠিকাদাররা ভেতরে ঢুকতে না পারে। খবর পেয়ে অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরুল ইসলাম প্রধান ফটকের সামনে গিয়ে তালা ঝোলানোর কারণ জানতে চাইলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। পরিস্থিতি প্রতিকূলে বুঝতে পেরে অধ্যক্ষ তার কক্ষে চলে যান। সংশ্লিষ্টরা জানায়, ‘গ্লোবাল ব্র্যান্ড’ নামে একটি প্রতিষ্ঠানকে ৯০ লাখ টাকার কাজটি পেতে সহায়তা করতে ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজ গেটে  অবস্থান নেয় ও প্রধান ফটকে তালা লাগায়। এজন্য ‘গ্লোবাল ব্র্যান্ড’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের গোপনে চুক্তি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর